চলতি বছর ইরানের অর্থনীতি সম্প্রসারিত হবে ২.১ শতাংশ : বিশ্বব্যাংক
পোস্ট হয়েছে: জুন ১৫, ২০২১

চলতি বছর ইরানের অর্থনীতি সম্প্রসারিত হবে ২.১ শতাংশ। এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। কোভিড মহামারি, একতরফা ও অগ্রহণযোগ্য মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞার পরও ইরানের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে। গত ৮ জুন বিশ্বব্যাংক গ্লোবাল ইকোনোমিক প্রসপেক্টাস রিপোর্টে ইরানের অর্থনীতি সম্পর্কে এ তথ্য দিয়েছে। বিশ্বব্যাংক এও বলেছে আগামী বছর ইরানের অর্থনীতি সম্প্রসারিত হবে ২.২ শতাংশ। সকল ধরনের বাধা কাটিয়ে ইরানের শিল্প ও উৎপাদনশীল খাত অগ্রসর হচ্ছে। তবে গত ফারসি বছরে ইরানের অর্থনীতি সংকুচিত হওয়ার শঙ্কা করা হলেও তা আদতে হয়নি। এর কারণ তেল-বহির্ভূত খাতে দেশটির রফতানি বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাংক বলছে ইরানের জিডিপি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে ২.৩ শতাংশে দাঁড়াবে। গত জানুয়ারিতে বিশ্বব্যাংক বলেছিল চলতি বছর ইরানের জিডিপি বৃদ্ধি পাবে দেড় শতাংশ। আগামী বছর তা বৃদ্ধি পাবে ১.৭ শতাংশ। তবে বিশ্বব্যাংকের অর্থনৈতিক পূর্বাভাসের তুলনায় ইরানের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য দশমিক ৭ শতাংশ বেশি বৃদ্ধি পাচ্ছে। তেহরান টাইমস