শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

চলতি বছরে ৯ লাখ ৮৮ হাজার কর্মসংস্থান তৈরি করবে ইরান

পোস্ট হয়েছে: জুলাই ২২, ২০১৯ 

news-image

চলতি ইরানি বছরের (যা শেষ হবে ২০ মার্চ ২০২০) শেষ নাগাদ ৯ লাখ ৮৮ হাজার কর্মসংস্থান তৈরি করবে ইরান। দেশটির পরিকল্পনা ও বাজেট সংস্থার প্রধান মোহাম্মাদ-বাকের নোবাখত বুধবার এই ঘোষণা দেন।

তিনি বলেন, চলতি বছর ৯ লাখ ৮৮ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া পল্লি ও যাযাবর এলাকায় কর্মসংস্থান তৈরি করা সরকারের এজেন্ডায় রয়েছে। তিনি জানান, দেশীয় উৎপাদন খাত সক্রিয় করতে সরকার আটটি বড় ম্যাক্রো-ইকোনোমিক পরিকল্পনা বাস্তবায়ন করছে।

নোবাখত জানান, সংস্কৃতি ও শিল্পখাতের পাশাপাশি ক্ষয়প্রাপ্ত এলাকা, কৃষি খাত, সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্প ও খনির খাতের সংস্কারকে কেন্দ্র করে ওই আট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সরকার শিল্প ও খনি খাতে ২ লাখ ৭০ হাজার কর্মসংস্থান তৈরির চেষ্টা করছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।