চলতি বছরে ১০ লক্ষাধিক লোকের কর্মসংস্থান করবে ইরান
পোস্ট হয়েছে: মার্চ ২৫, ২০১৮

ইরানে চলতি ফারসি বছর ১৩৯৭ সনে ১০ লক্ষাধিক লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরান সরকারের মুখপাত্র ও ম্যানেজমেন্ট অ্যান্ড প্লানিং অর্গানাইজেশনের প্রধান মোহাম্মদ বাকের নোবাখত রুহানির এই নির্দেশনার কথা জানিয়েছেন।
ফারসি বছর ২১ মার্চ ২০১৮ হতে শুরু হয়ে শেষ হবে আগামী বছরের ২০ মার্চ। যে সময়ের মধ্যে ১০ লক্ষাধিক কর্মসংস্থান তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে ইরানে।
নোবাখত জানান, প্লান ও বাজেট অরগানাইজেশন তার দেশে ১০ লাখ ৩৩ হাজার কর্মসংস্থান তৈরির কাজটি সঠিকভাবে দেখভাল ও পর্যবেক্ষণ করবে।
মেহর নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইরানে ১০ লক্ষাধিক নতুন কর্মসংস্থান তৈরি করতে প্রেসিডেন্ট রুহানি যে নির্দেশনা দিয়েছেন তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ প্লান ও বাজেট অরগানাইজেশন।
ইরানের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় নেতা হযরত আয়াতুল্লাহিল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী নতুন ফারসি বছরের নাম দিয়েছেন ‘সাপোর্টিং ইরানিয়ান প্রোডাক্ট’ হিসেবে। তার এই ঘোষণার পর এসব কথা জানান ইরান সরকারের মুখপাত্র নোবাখত। সবশেষ তিনি জানিয়েছেন, ‘সাপোর্টিং ইরানিয়ান প্রোডাক্ট’ নামের চলতি বছরে তার দেশে বিশাল বিশাল পদক্ষেপ নেওয়া হবে। – মেহর নিউজ।