সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে ইরানের অবিয়র

পোস্ট হয়েছে: নভেম্বর ৫, ২০১৮ 

news-image

বেলারুসে চলমান মিনস্ক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল লিস্টাপ্যাডে বিচারকের দায়িত্ব পালন করছেন ইরানি লেখকচলচ্চিত্র পরিচালক ও স্ক্রিন লেখক নারগেস অবিয়র। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটির এবারের ৫২তম পর্ব শুরু হয়েছে ২ নভেম্বর। এতে জুরি বোর্ড তথা বিচারক প্যানেলের সদস্য মনোনীত হয়েছেন তিনি।

গত বছর মিনস্ক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল লিস্টাপ্যাডে অবিয়রের ফিচার ছবি ব্রেদ’ দুটি অ্যাওয়ার্ড লাভ করে। চলচ্চিত্রটি সেরা পরিচালকের স্বীকৃতি স্বরূপ শিশু ও কিশোর চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড লাভ করে। একইসাথে ছবিটি সেরা তরুণ অভিনেত্রীর পুরস্কারও ঘরে তোলে।

আবয়ার ২০১৬ সালে ইস্তোনিয়ার তাল্লিনে অনুষ্ঠিত ২০তম ব্লাক নাইট ফিল্ম ফেস্টভালে ব্রেদ’ ছবির জন্য সম্মাননা লাভ করেন। এই চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের স্বীকৃতি স্বরূপ জিতে নেন গোলডেন উল্ফ। এছাড়া তিনি একই ছবির জন্য ২০১৭ সালের মার্চ মাসে কানাডায় অনুষ্ঠিত ভ্যানকুভার উইমেন ইন ফিল্ম ফেস্টিভালে সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।