শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে চলছে ৫ দিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শনী

পোস্ট হয়েছে: নভেম্বর ৭, ২০১৮ 

news-image

ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগীয় শহরে ৯ নভেম্বর থেকে শুরু হয়েছে ইরানি চলচ্চিত্র প্রদর্শনী। চট্টগ্রামে ইরানি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রাম মিলনায়তনে। প্রতিদিন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা এবং বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত দুটি করে চলচ্চিত্র দেখানো হচ্ছে। খুলনায় ইরানি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে শহরের গোলকমনি পার্কে। প্রতিদিন সন্ধ্যায় ৫.৩০ টা ও সন্ধ্যা ৭.০০ টায় প্রতিদিন ২ টি করে ইরানি চলচ্চিত্র দেখানো হচ্ছে। রাজশাহীতে ইরানি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে জেলা শিল্পকলা একাডেমী রাজশাহী মিলনায়তনে। প্রতিদিন সকাল ১১ টায়, বিকেল ৩.০০ টা ও ৫.০০ টায় ৩টি করে ইরানি চলচ্চিত্র দেখানো হচ্ছে।প্রদর্শনী চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।এদিকে, ৩ নভেম্বর শনিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে ঢাকাসহ ৪ বিভাগীয় শহরে আয়োজিত এই ইরানি চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মিডিয়া বিষয়ক উপদেষ্টা জনাব ইকবাল সোবহান চৌধুরী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্য ও চলচ্চিত্র বিভাগের পরিচালক মো. বদরুল আনাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জনাব এবরাহীম শাফেয়ী রেযভানী নেযাদ ও প্রখ্যাত অভিনেত্রী ও নাট্য পরিচালক লাকি এনাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ইরান সাংস্কৃতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ মাহদী হোসেইনী ফায়েক। ঢাকায় ইরানি চলচ্চিত্র প্রদর্শনী চলে ৩ থেকে ৬ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী দিনে দেখানো হয় ইংরেজি সাব-টাইটেলযুক্ত চলচ্চিত্র ‘সো ফার, সো ক্লোজ’।