চট্টগ্রামে ৩য় আন্তর্জাতিক সুফি উৎসবের উদ্বোধন আজ
পোস্ট হয়েছে: মার্চ ২৮, ২০১৯

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দুইদিনব্যাপী ৩য় আন্তর্জাতিক সুফি উৎসব আজ শুরু হচ্ছে । সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আজ বিকেল সাড়ে ৩ টায় এই উৎসবের উদ্বোধন করবেন। সভাপতিত্ব করবেন সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন। ২৯ মার্চ শুক্রবার পর্যন্ত এ উৎসব চলবে।অনুষ্ঠানের উদ্বোধনের পর পরই সুফি সংগীতের মূর্ছনায় মঞ্চ মাতাবেন ইরানের সুফি মিউজিক দল, সুফি নৃত্য পরিবেশন করবেন মিশরের শিল্পী মোহামেদ গারেব ও তাঁর দল, নেপালের কুটুম্বা, ঝুমুর গান করবেন পশ্চিমবঙ্গের শিল্পী আত্রেয়ী মজুমদার, শিল্পী ফারজানা করিম ও তার দল। দ্বিতীয় দিন বিকাল ৩ টা থেকে অনুষ্ঠান চলবে। এ দিনে সুফি সংগীত পরিবেশন করবেন ভারতীয় সুফি শিল্পী কবিতা শেট, সুফি নৃত্য পরিবেশন করবেন মিশরের শিল্পী মোহম্মেদ গারেব, শিল্পী হাসান সিহাবী, ফকির সাহাবুদ্দিন, দীপঙ্কর দে প্রমুখ।’