গ্লোবাল ইয়ুথ ট্যুরিজম সামিটের পরিচালনা পর্ষদ নির্বাচিত ইরান
পোস্ট হয়েছে: জুলাই ৬, ২০২২

প্রথম গ্লোবাল ইয়ুথ ট্যুরিজম সামিটের পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে ইরান।জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডব্লিউটিও) আয়োজিত এই ইভেন্টটি ইতালির সোরেন্টোতে ৬০টি দেশ থেকে দশ হাজার তরুণ-তরুণীকে সমবেত করে।
২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যারা ইরানের প্রতিনিধি ছিলেন তারা হলেন কাহরেমানি এবং মোহাম্মদ-হোসেন রুহানদেহ।
ইরানের প্রতিনিধিদের পেশাদার পারফরম্যান্সের কারণে দেশটিকে পরিচালনা পর্ষদের জন্য নির্বাচিত করা হয়। মঙ্গলবার সিএইচটিএন এই খবর জানিয়েছে।
সূত্র: তেহরান টাইমস।