শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

গ্লোবালফেস্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড জিতলেন ইরানি সংগীত শিল্পী কালহোর

পোস্ট হয়েছে: জানুয়ারি ২০, ২০২০ 

news-image

উত্তর আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগীত শিল্প ইভেন্ট ‘গ্লোবালফেস্ট’ এ আর্টিস্ট অ্যাওয়ার্ড জিতলেন ইরানের সেলেব্রেটি কামানচেহ শিল্পী কাইহান কালহোর। গত সপ্তাহে নিউ ইয়র্কে ইভেন্টটি অনুষ্ঠিত হয়।

‘গ্লোবালফেস্ট’ এর মূল তিনটি পুরস্কারের মধ্যে আর্টিস্ট অ্যাওয়ার্ড অন্যতম। আমেরিকা বা বিশ্বের অন্যান্য দেশে দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টিকারী শিল্পীদের সম্মাননাস্বরূপ এই পুরস্কার দেয়া হয়।

উৎসবের ‘ট্রাবল ওয়ার্ল্ডওয়াইড অ্যাওয়ার্ড’ লাভ করেছেন মার্কিন সংগীত উৎসব ‘ফেস্টিভাল ইন্টারন্যাশনাল ডি লুইসিয়ান’ এর প্রোগ্রামিং ডিরেক্টর লিজা স্টাফোর্ড। অন্যদিকে উৎসবের ‘ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ লাভ করেছেন আমেরিকান সংগীত পরামর্শক ও ডিজে টম স্নাবেল।

১২ জানুয়ারি প্রকাশিত আয়োজকদের লেখা একটি বিবৃতিতে বলা হয়, ‘আমরা গ্লোবালফেস্ট ২০২০ অ্যাওয়ার্ড বিজয়ী তিন শিল্পী নেতা কাইহান কালহোর, টম স্নাবেল ও লিজা স্টাফোর্ডকে সম্মান জানাতে পেরে আনন্দিত।’’

ইরানের সংগীত অফিসের পরিচালক মোহাম্মাদ আল্লাহিয়ারি ফুমানি শুক্রবার এক অভিনন্দন বার্তায় কালহোরকে শুভেচ্ছা জানিয়েছেন। চারবারের জার্মানি অ্যাওয়ার্ড মনোনয়ন বিজয়ী কালহোর ইরান ও আন্তর্জাতিক বিভিন্ন সংগীত ইভেন্টে কয়েকটি অ্যাওয়ার্ড জিতেছেন। সূত্র: তেহরান টাইমস।