মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

গ্র্যান্ড রিভার উৎসবে যাচ্ছে ইরানের ৭ সিনেমা

পোস্ট হয়েছে: মে ২, ২০২২ 

news-image
কানাডায় ১৪তম গ্র্যান্ড রিভার চলচ্চিত্র উৎসবর বিভিন্ন বিভাগে সাতটি ইরানি চলচ্চিত্র দেখানো হবে।উৎসবটি হাইব্রিড ইভেন্ট হিসেবে ভার্চুয়াল এবং সরাসরি পর্দায় দেখানো হবে।ভার্চুয়াল প্ল্যাটফর্মটি উন্মুক্ত থাকবে ৯ থেকে ২২ মে পর্যন্ত। অন্যদিকে ১১ থেকে ১৪ মে পর্যন্ত অন্তারিওর কেমব্রিজের অ্যাপোলো সিনেমায় সরাসরি পর্দায় দেখানো হবে।উৎসবের ফিচার চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে ইরানের “বিচ ড্রিম”, “রিসেট” এবং “জাফারানিয়ে, নেয়ার সানসেট”।
আরাশ সাজ্জাদি-হোসেইনি পরিচালিত ‘বিচ ড্রিম’ একটি ছোট ছেলেকে নিয়ে তৈরি করা হয়েছে। ছেলেটি মায়ের অসুস্থতার পর তার হোটেলের ব্যবস্থাপনার দায়িত্ব নেয়। একইসাথে মায়ের যত্ন নেওয়া এবং ব্যবসা চালিয়ে যেতে গিয়ে অতিথি এবং প্রতিবেশীদের সাথে সে দুর্দশায় নিমজ্জিত হয়। সূত্র: তেহরান টাইমস।