সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

গ্র্যান্ড অফ উৎসবে পুরস্কার জিতেছে ইরানি ডকুমেন্টারি 

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৬, ২০২৩ 

news-image
আহমদ আজাদ পরিচালিত ইরানি ডকুমেন্টারি ‘অস্ট্রিয়ান ব্রিজ’ গ্র্যান্ড অফ-ওয়ার্ল্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডের ১৭তম আসরে একটি পুরস্কার জিতেছে। সোমবার পোল্যান্ডের ওয়ারশতে আন্তর্জাতিক এই উৎসব শেষ হয়েছে।
মঙ্গলবার আইএসএনএ জানিয়েছে, সিনেমাটোগ্রাফার রেজা হেইদারিপানাহকে সম্মান জানিয়ে ছবিটি সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছে।
‘অস্ট্রিয়ান ব্রিজ’ ভেরেস্ক ব্রিজের গল্প অবলম্বনে নির্মাণ করা হয়েছে। আব্বাসবাদ এলাকায় দুটি ক্লিফ বিস্তৃত। সেতুটি তেহরানের রেলপথকে কাস্পিয়ান সাগর অঞ্চলের সাথে যুক্ত করেছে। খিলান সেতুটি ২০ শতকের প্রকৌশলবিদ্যার অন্যতম মাস্টারপিস। সূত্র: তেহরান টাইমস