মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

গ্রেকো-রোমান কুস্তি বিশ্বকাপ জয় ইরানের

পোস্ট হয়েছে: নভেম্বর ৮, ২০২২ 

news-image
স্বাগতিক আজারবাইজানকে হারিয়ে ইরানি গ্রেকো-রোমান কুস্তিগিররা ২০২২ সালের গ্রেকো-রোমান কুস্তি বিশ্বকাপ জিতেছে।রোববার রাতে আজারবাইজানের বাকুতে ইরান ও আজারবাইজান প্রজাতন্ত্রের মধ্যে বিশ্ব কুস্তি কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত ইরানি দল বিজয়ী হয় এবং উভয় দলই ৫টি বাউটে জিতেছিল।
ইরানি দল আজারবাইজানের সাথে প্রতিযোগিতায় ৫-৫ এবং ২১-১৯ এর ইতিবাচক স্কোরে সমতা আনে এবং চ্যাম্পিয়ন হয়।
স্বাগতিক দল আজারবাইজান রানার আপ হয়েছে এবং অল-ওয়ার্ল্ড দল এবং তুরস্ক তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। সূত্র: সূত্র: মেহর নিউজ।