গ্রীষ্মকালীন বিশেষ শিক্ষা কার্যক্রম শুরু করেছে পারস্যের চিকিৎসা বিদ্যা ফ্যাকাল্টি
পোস্ট হয়েছে: আগস্ট ৪, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/08/4bsk003fdf99e01gwln_800C450.jpg)
তেহরান চিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের পারস্যের চিকিৎসা বিদ্যা ফ্যাকাল্টির গ্রীষ্মকালীন বিশেষ শিক্ষা কার্যক্রম ২ আগস্ট আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। এবারের শিক্ষা ব্যবস্থায় ভারত এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী চিকিৎসা কার্যক্রমে জড়িত চিকিৎসকরা অংশগ্রহণ করছেন। এ কার্যক্রমের উদ্বোধন করেন ফ্যাকাল্টির ডিন ডক্টর হোসেইন রেজাজাদেহ।
![](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/08/4bskc627ed111c1gwns_800C450.jpg)
১০ দিনের এ কার্যক্রমের যথাক্রমে তেহরান এবং শিরাজে চলবে। দু’বছর ধরে এ ধরণের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে পারস্যের চিকিৎসা বিদ্যা ফ্যাকাল্টি।
![](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/08/4bskd3953f248b1gwlp_800C450-1.jpg)
এদিকে, গ্রীষ্মকালীন শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বসন্তকালীন শিক্ষা কার্যক্রমও পরিচালনা করে পারস্যের চিকিৎসা বিদ্যা ফ্যাকাল্টি। এ ছাড়া, চলতি বছরের শীতকাল থেকে শীতকালীন শিক্ষা কার্যক্রম প্রথমবারের মতো পরিচালনা করা হবে।
![](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/08/4bskce405635c11gwnx_800C450-1.jpg)
বিশেষ এ কার্যক্রমে এ পর্যন্ত ফ্রান্স, মরিশাস, উগান্ডা, ভারতসহ নানা দেশের চিকিৎসকরা অংশগ্রহণ করছেন। এ বারই প্রথম বাংলাদেশের একজন চিকিৎসক এতে অংশ গ্রহণ করেন। মেক্সিকোর চিকিৎসকে এর আগে অংশগ্রহণের চেষ্টা করলেও ইরানের ওপর আমেরিকারআরোপিত নিষেধাজ্ঞার কারণে তার পক্ষে তেহরান সফর করা সম্ভব হয় নি।
![](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/08/4bskf46a477b061gwny_800C450-1.jpg)
আমেরিকার মধ্য দিয়ে ইরান সফর করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই কিন্তু এ পথে যাতায়াতের চেষ্টা করলে মার্কিন নিরাপত্তা বাহিনীর হেনস্তার মুখে পড়তে হবে আশংকা করে মেক্সিকোর চিকিৎসক তেহরান সফরের পরিকল্পনা ত্যাগ করেছিলেন। -পার্সটুডে।