শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

গ্যালারির চেয়ে আন্তর্জাতিক ইভেন্টে নারীদের উপস্থিত জরুরি

পোস্ট হয়েছে: মে ১৩, ২০১৮ 

news-image

ইরানের নারী ও পরিবারমন্ত্রী মাসোমেহ এবতেকার বলেছেন, নারীদের স্টেডিয়ামে দর্শক হিসেবে উপস্থিত থাকার চেয়ে আন্তর্জাতিক কোনো ইভেন্টে অংশ নেওয়া বেশি জরুরি। এজন্যে তাদের সাহায্যের প্রয়োজন আছে। গুরুত্বপূর্ণ সমর্থন দরকার। তাই ইরানের সকল স্পোর্টস ফেডারেশনের ডেপুটি হিসেবে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে। নারীদের জন্যে ইসলামি ড্রেস কোড অনুসরণ করেই তারা এসব ইভেন্টে অনুশীলন করতে পারেন। একই সঙ্গে তিনি বলেন, স্টেডিয়ামের গ্যালারিতে নারীদের উপস্থিতির বিষয়টি পর্যালোচনায় রয়েছে। বিভিন্ন প্রদেশে ক্রীড়াবিষয়ক বৈঠকে নারীদের উপস্থিতি লক্ষ্য করার মত। অনেক শহরে ইতিমধ্যে স্টেডিয়ামের গ্যালারিতে নারীরা দর্শক হিসেবে উপস্থিত থাকার সুযোগ পাচ্ছে। এশিয়ান গেমসে এই প্রথমবারের মত ইরানি নারী ট্রাইঅ্যাথলনে অংশ নিতে যাচ্ছে। এর আগে ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর লন্ডনে ইরানি নারী জেরামি ইসলামি ড্রেস কোড অনুসরণ করে অংশ নেন। এবছর ওয়ার্ল্ড শুটিং প্যারা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ইরানের আরেক নারী সারে জাভানমারদি স্বর্ণপদক পান।-তেহরান টাইমস