রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

গোলেস্তান পার্কে লাল হরিণের সংখ্যা বাড়ছে

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২০ 

news-image

ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশের গোলেস্তান ন্যাশনাল পার্কে লাল হরিণের সংখ্যা বাড়ছে। বর্তমানে জাতীয় ঐতিহ্যবাহী পার্কটিতে বসবাসরত লাল হরিণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১২টিতে। এক বছরের আগের তুলনায় যা ১৩ শতাংশ বেশি।

ইরানি লাল হরিণ ‘মারাল’ নামে পরিচিত। এটি অন্যতম বৃহত্তম প্রজাতির হরিণ। দুর্ভাগ্যক্রমে দেশটিতে হরিণটির সংখ্যা কমে গেছে। প্রতি বছরের সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে লাল হরিণদের প্রজনন শুরু হয় এবং চলতে থাকে এক মাস যাবত।

প্রজনন মৌসুমে মারালের আবাসস্থলে পরিচালিত সর্বশেষ এক জরিপে দেখা গেছে, গোলেস্তান ন্যাশনাল পার্কে এই প্রজাতির হরিণ আছে ৬১২টি। গত বছর যেখানে পাওয়া যায় ৫৪০টি। গোলেস্তান ন্যাশনাল পার্কের পরিচালক মেহদি তেইমুরি এসব তথ্য জানান। সূত্র: তেহরান টাইমস।