গোলেস্তানে কৃষি পর্যটনের অনুমতি পেল ২১ খামার
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২২
ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশে মোট ২১টি খামার কৃষি পর্যটন পরিচালনার অনুমতি পেয়েছে। প্রাদেশিক পর্যটন প্রধান মোহাম্মদ জাভেদ সাভারি একথা বলেছেন।
তিনি জানান, খামারগুলিতে স্থানীয় ১৮০ জনের অধিক ব্যক্তির কাজের সুযোগ তৈরি হবে বলে অনুমান করা হচ্ছে। বুধবার সাভারির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিএইচটিএন এই খবর জানিয়েছে। সাভারি বলেন, কৃষি পর্যটন ব্যবসা চালু করার জন্য এই ধরনের অনুমোদন দেশের যোগ্য খামার মালিকদের দেওয়া হয়। তাদের পরিষেবার মান নিশ্চিত করার জন্য নির্দিষ্ট মান নির্ধারণের লক্ষ্য দেয়া হয়। বৈচিত্র্যময় জলবায়ু, সমৃদ্ধ কৃষি পণ্য এবং পাহাড়, সমভূমি ও মরুভূমির ঢালে ইকো-লজ ইউনিটের কারণে গোলেস্তান প্রদেশ কৃষি পর্যটনে অনন্য বলে মন্তব্য করেন তিনি। সূত্র: তেহরান টাইমস।