গোলরক্ষক বেইরানভান্দের বায়োপিক দিয়ে শুরু ফজর উৎসব
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/02/4045004.jpg)
ইরানি গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দের জীবন কাহিনীর ওপর নির্মিত ক্রীড়া নাটক “বেইরো” প্রদর্শনের মাধ্যমে ফজর চলচ্চিত্র উৎসবের এবারের ৪০তম আসর শুরু হয়েছে। সোমবার তেহরানের মিলাদ টাওয়ারে উৎসবটি শুরু হয়।
মুর্তেজা আলিয়াব্বাস-মিরজাই পরিচালিত চলচ্চিত্রটি ওডিসি কিশোর বেইরানভান্দের জীবনী নিয়ে তৈরি করা হয়েছে। ইরানি এই গোলরক্ষক তার জন্মস্থান লোরেস্তান অঞ্চলের একটি ছোট গ্রাম সরব-ই ইয়াস থেকে তেহরানে আগমন করেন। ২০১১ সালে নাফ্ত তেহরান দলে তার অভিষেক ঘটে। হোনারঅনলাইন এর ফারসি সংস্করণে প্রকাশিত সাম্প্রতিক সাক্ষাৎকারে আলিয়াব্বাস-মিরজাই বেইরানভান্দের আশা এবং সামাজিক দায়িত্বের প্রশংসা করে একটি ক্রীড়া চলচ্চিত্র নির্মাণের দৃঢ় ইচ্ছার কথা বলেছিলেন। বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বের উপর ব্যাপক গবেষণায চালিয়ে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, বেইরানভান্দ এইক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। সূত্র: তেহরান টাইমস।