শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

গোলবলের ফাইনালে চীনের কাছে হার ইরানের

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১২, ২০১৯ 

news-image

ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশন (আইবিএসএ) গোলবল এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করা হলো না ইরানের পুরুষ দলের। ফাইনালে চীনের কাছে হেরে রানার্স-আপ হয়েছে দলটি। চ্যাম্পিয়ন হতে না পারায় অলিম্পিক খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হলো ইরান।

মঙ্গলবার জাপানের চিবাতে চিবা পোর্ট আরেনায় অনুষ্ঠিত টুর্নামেন্টে চীনের কাছে ইরান ০-১০ পয়েন্টে পরাজিত হয়। এই জয়ের মধ্য দিয়ে টোকিও ২০২০ প্যার‌্যালিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করলো চীন।

এরআগে সেমিফাইনালে জাপানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইরানের জাতীয় দল টিম মেল্লি। প্রতিপক্ষকে ৩-১ পয়েন্টে পরাজিত করে এই জয় ঘরে তোলে দলটি।

গ্রুপ পর্বে ইরান থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও জাপানকে পরাজিত করে। এরআগে ২০১৭ আইবিএসএ গোলবল এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইরান ও চীন মুখোমুখি হয়। চায়নারা ১০-২ পয়েন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে।
   
আজ ১০ ডিসেম্বর গোলবল এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপের পর্দা নামে। এবারের চ্যাম্পিয়নশিপে পুরুষদের ইভেন্টে সাতটি দল লড়াই করেছে। আর নারীদের ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছে ছয়টি দল। পুরুষ ও নারী বিভাগের বিজয়ী প্রত্যেকেই নিজেদের জন্য ‘টোকিও ২০২০’ এর টিকেট নিশ্চিত করেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।