শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

গোরগান মহাপ্রাচীর পুনরুদ্ধারে ইরানের বরাদ্দ ২ কোটি টাকা

পোস্ট হয়েছে: মার্চ ১০, ২০২১ 

news-image

ঐতিহাসিক গোরগানের মহাপ্রাচীর পুনরুদ্ধারে ২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বরাদ্দ দেবে ইরান। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ কোটি টাকার অধিক। রোববার ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রী আলি আসগার মুনেসান এই তথ্য জানান।

বিশাল এই মহাপ্রাচীরটি ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগান শহরে অবস্থিত। প্রতিরক্ষা প্রাচীরটির দৈর্ঘ্য ২০০ কিলোমিটার।

তৎকালীন সময়ে উত্তরাঞ্চলীয় উপজাতিদের আক্রমণ থেকে রক্ষায় প্রতিরক্ষা কাঠামোটি নির্মাণ করা হয়। এটিকে প্রাচীন ইরানের সবচেয়ে দীর্ঘতম স্থাপত্য কর্ম বলা হয়ে থাকে। যেটি নির্মাণে সময় লাগে ৯০ বছর। সূত্র: তেহরান টাইমস।