বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

গেল বছর ২৭ হাজার ট্রাক্টর হাতে পেয়েছে ইরানের কৃষকরা

পোস্ট হয়েছে: মে ১০, ২০২১ 

news-image

গত ফারসি বছর ১৩৯৯ সালে ইরানের কৃষকদের কাছে ২৭ হাজার ট্রাক্টর হস্তান্তর করা হয়েছে। দেশটির কৃষি যান্ত্রিকীকরণ উন্নয়ন কেন্দ্রের প্রধান কামবিজ আব্বাসি এই তথ্য জানান।
তিনি বলেন, গত বছর দেশের কৃষি খাতে আগের বছরের তুলনায় নতুন ট্রাক্টর যুক্ত হওয়ার সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ।
এই কর্মকর্তা আরও জানান, ইরানের ষষ্ঠ পঞ্চবার্ষিকী (২০১৬ থেকে ২০২১) পরিকল্পনা অনুযায়ী, দেশজুড়ে কৃষকদের প্রতি বছর ২২ থেকে ২৪ হাজার ট্রাক্টর তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সূত্র: তেহরান টাইমস।