মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

গুরুত্বপূর্ণ প্রাচীন স্থান বিসোতুন ঐতিহাসিক কমপ্লেক্স

পোস্ট হয়েছে: মার্চ ৩০, ২০২৩ 

news-image

বিসোতুন ঐতিহাসিক কমপ্লেক্স পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশের পূর্বে অবস্থিত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাচীন স্থানগুলির মধ্যে একটি। দৃষ্টিনন্দন প্রাচীন সব স্থান ও স্থাপনা নিয়ে গড়ে উঠেছে পুরো এলাকাটি।বিসোতুন ২০০৬ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়। ঐতিহাসিক কমপ্লেক্সের অভ্যন্তরে ইরানের প্রাগৈতিহাসিক যুগ থেকে ইসলামী যুগ পর্যন্ত মূল্যবান বিভিন্ন স্থান ও স্থাপনা রয়েছে। এসব স্থান ও স্থাপনার মধ্যে ২৮টি জাতীয়ভাবে নিবন্ধন লাভ করেছে।

বিসোতুনের ঐতিহাসিক এই কমপ্লেক্সে রয়েছে দারিউস দ্য গ্রেটের বিশ্ব শিলালিপি, হারকিউলিসের মূর্তি, ফরহাদ তারাশ, সরব বিস্টন, ইলখানি বিল্ডিংস, সাফাবিদ বিল্ডিংস, শেকারচিয়ান (শিকারী) প্রাচীন গুহা, দ্বিতীয় গুডার্জের ত্রাণ এবং শাহ আব্বাসী ক্যারাভানসেরাই।কমপ্লেক্সটিতে অবস্থিত দারিউস দ্য গ্রেটের শিলালিপি বিশ্বের সবচেয়ে প্রামাণিক ঐতিহাসিক নথিগুলির মধ্যে অন্যতম। দারিউসের রিলিফটি বিসোতুন পর্বতের চূড়ায় মাটি থেকে ১০০ মিটার উপরে খোদাই করা হয়েছে। সূত্র: মেহর নিউজ।