মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

গুরুত্বপূর্ণ জাগ্রোস বন পুনরুদ্ধারের নথি প্রস্তুত

পোস্ট হয়েছে: জুলাই ১৪, ২০২২ 

news-image

ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ
জাগ্রোস বন পুনরুদ্ধারের একটি নথি প্রস্তুত করা হয়েছে। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্টের তত্ত্বাবধানে একটি ওয়ার্কিং গ্রুপ এটি প্রস্তুত করে। প্রাকৃতিক সম্পদ ও জলাশয় ব্যবস্থাপনা সংস্থার বন বিষয়ক ডেপুটি নাগি শাবানিয়ান এই তথ্য জানান।

এই নথি অনুযায়ীঅঞ্চল এবং সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা করা হবে। জাগ্রোস বনের জৈবিক ভারসাম্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এই ব্যবস্থাগুলির মধ্যে একটি হল মানুষের প্রকৃত অংশগ্রহণ।

পাইলট প্রকল্প হিসেবে এই বছর পরিকল্পনাটি কুর্দিস্তান সহ দেশের তিনটি অঞ্চলে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

জাগ্রোস বনের গুরুত্ব উল্লেখ করে শাবানিয়ান বলেনএই বন স্থানীয়দের অর্থনীতি ও জীবিকা নির্বাহের পাশাপাশি পরিবেশগত সমস্যা কমাতে বিশেষ করে বালি ও ধূলিঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জাগ্রোস বন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদগুলির মধ্যে একটি। দেশটির বনাঞ্চলের ৪০ শতাংশ নিয়ে এটি গড়ে উঠেছে। সূত্র: তেহরান টাইমস।