বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

গুরুতর স্ট্রোক চিকিৎসায় শীর্ষ দশ দেশের মধ্যে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ৩০, ২০২৩ 

news-image
গুরুতর স্ট্রোক চিকিৎসায় ইরান বিশ্বের দশটি সফল দেশের মধ্যে একটি। ন্যাশনাল ইরানি স্ট্রোক কমিটির সদস্য এহসান শরিফিপুর একথা বলেছেন। তিনি জানান, ইরানে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ স্ট্রোক। এটি বিশ্বের একটি বড় চ্যালেঞ্জ এবং বিশ্বব্যাপী শারীরিক অক্ষমতার অন্যতম প্রধান কারণ। খবর ইরনার
স্ট্রোক ব্রেন অ্যাটাক নামেও পরিচিত। সাধারণত মস্তিষ্কের একটি অংশে রক্ত সরবরাহ ব্যাহত হলে এটি ঘটে থাকে। এই ক্ষেত্রে হয় ভেসেলগুলি অবরুদ্ধ হয় বা তাদের রক্তপাত হয়, উভয় ক্ষেত্রেই মস্তিষ্কের যে কোনও অংশে রক্ত প্রবাহ ব্যাহত হয়।
শরিফিপুর বলেন, স্ট্রোক সাধারণত ৭০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে ঘটে থাকে। তবে ইরানে গড় বয়স ১০ বছর কম। এই রোগটি দেশের ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদেরকে আক্রান্ত করে।
সূত্র: তেহরান টাইমস