মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

গুণমানে ইরানের পরমাণু চুল্লির ভারী পানি বিশ্বে প্রথম

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০২৩ 

news-image

ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) একজন মুখপাত্র বলেছেন, ইরানের ভারী পানি মানের দিক থেকে বিশ্বে প্রথম স্থানে রয়েছে। ইরানের পারমাণবিক অর্জন সম্পর্কে ব্রিফিংকালে বেহরুজ কামালভান্দি এই তথ্য জানান। তিনি এইওআই এর উপপ্রধান হিসাবেও কাজ করেন। শনিবার এক সাক্ষাতকারে এই মন্তব্য করেন।

ইউরোপীয় দেশগুলি তেহরান থেকে ভারী পানি কিনতে চায় জানিয়ে তিনি আরও বলেন, ইরান এক হাজার ডলারে এক লিটার ভারী পানি বিক্রি করে৷

মানুষের জীবনে পারমাণবিক শিল্পের প্রভাবের কথা উল্লেখ করে কমলভান্দি বলেন, পারমাণবিক শিল্পের প্রভাব রয়েছে বিদ্যুৎ, কৃষি, রেডিওফার্মাসিউটিক্যালস ইত্যাদিতে।

দেশের পারমাণবিক শিল্পে নারীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের পরমাণু শিল্পে প্রায় ৪০শতাংশ বিজ্ঞানী নারী।

উল্লেখ্য, ডিউটেরিয়াম অক্সাইড (D2O)  ভারী পানি নামে পরিচিত। এটি এক ধরনের পানি যা সাধারণ হাইড্রোজেনের পরিবর্তে হাইড্রোজেন আইসোটোপ, ডিউটেরিয়াম নিয়ে গঠিত। এটি পারমাণবিক চুল্লিতে একটি নিয়ামক হিসাবে ব্যবহৃত হয়। এর ভর সাধারণ জলের চেয়ে বেশি এবং বেশিরভাগই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এবং গবেষণায় আইসোটোপিক ট্রেসার হিসেবে ব্যবহৃত হয়। সূত্র: মেহর নিউজ