শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

গিলান প্রদেশে পর্যটক বেড়েছে ৫৮শতাংশ

পোস্ট হয়েছে: জানুয়ারি ১০, ২০২২ 

news-image

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম নয় মাসে (২১ মার্চ-২১ ডিসেম্বর ২০২১) গিলান প্রদেশে প্রায় ২ কোটি ২০ লাখ পর্যটক আকৃষ্ট হয়েছে। এক বছরের আগের তুলনায় যা ৫৮ শতাংশ বেশি। প্রাদেশিক পর্যটনের উপপ্রধান হামিদরেজা আজারপুর এই তথ্য জানান।উল্লিখিত সময়ে ৮ সহস্রাধিক বিদেশি পর্যটক উত্তরাঞ্চলীয় প্রদেশটি পরিদর্শন করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেশি। সোমবার বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।২০১৯ সালে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) পৃষ্ঠপোষকতায় গিলানকে দেশের ব্যাপক পর্যটন পরিকল্পনা শুরু করার জন্য প্রথম প্রদেশ হিসেবে নির্বাচিত করা হয়। একটি টেকসই এবং প্রতিযোগিতামূলক পর্যটন বাজার অর্জনের জন্য সারা বিশ্ব থেকে পর্যটকদের গাইড করার জন্য একটি রোডম্যাপ হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়। সূত্র: তেহরান টাইমস।