মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

গিলানের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র কোলাহ-ফারাঙ্গি রম্যানসন

পোস্ট হয়েছে: মে ১৯, ২০২১ 

news-image

ইরানের গিলান প্রদেশে অবস্থিত দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র কোলাহ-ফারাঙ্গি ম্যানসন। রাজধানী শহর রাশতের অন্যতম সর্বাপেক্ষা আকর্ষণীয় পর্যটন গন্তব্য এটি। কাঠামোটি মোহতাশাম গার্ডেন (সিটি পার্ক নামে পরিচিত) এর দক্ষিণে অবস্থিত।

ঐতিহাসিক মোহতাশাম গার্ডেন কাজার যুগে (১৭৮৯ থেকে ১৯২৫) বিশেষত নাসের আল-দ্বিন শাহ কাজারের শাসনামলে গড়ে ওঠে। গিলানের অন্যতম শাসক আকবার খান বিগলারবেগি গার্ডেনটির নির্মাণ শুরু করেন। তিনি মারা গেলে তার মেয়ে বাকি কাজ সম্পন্ন করেন। গার্ডেনটি মোহতাশাম গার্ডেন নামে পরিচিত।

ঐতিহাসিক ভবনটির অনন্য বৈশিষ্ট্য রয়েছে। বাইরে থেকে ম্যানসনটিকে দেখতে তিন তলা বিশিষ্ট মনে হলেও আসলে এটি চারতলাবিশিষ্ট। প্রথম ও দ্বিতীয় তলায় দুটি করে কক্ষ রয়েছে।

উপরের তলায় একটি বড় অষ্টভুজ ঘর রয়েছে, যার প্রত্যেক পাশে রয়েছে জানালা। বছরের বিভিন্ন মৌসুমে আলো ও বাতাস আসে এসব জানালা দিয়ে। রাশতের তৎকালীন শাসক ভবনটিকে গ্রীষ্মকালীন বাসভবন হিসেবে ব্যবহার করতেন। তারপর রেজা শাহ পাহলাভির আমলে এটি সিটি পার্কে পরিবর্তিত হয় এবং জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে কাঠামোটি গিলান প্রদেশের স্থানীয় শিল্পকলা সংরক্ষণ ও নির্দেশনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।সূত্র: তেহরান টাইমস।