গিরোনা চলচ্চিত্র উৎসবে ইরানের ১৪ পুরস্কার
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৭, ২০২৪

৩৬তম গিরোনা চলচ্চিত্র উৎসবে ইরানের ১টি শর্ট ফিল্ম এবং ১৩টি অ্যানিমেশন পুরস্কার জিতেছে। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর স্পেনে আন্তর্জাতিক এই উৎসব অনুষ্ঠিত হয়।
মেহরদাদ হাসানি পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘অ্যাডজাস্টমেন্ট’ স্প্যানিশ উৎসবের ২২ জন বিজয়ীর মধ্যে ছিল অন্যতম।
উৎসবে ১৩টি ইরানি অ্যানিমেশন সম্মানজনক মেনশন লাভ করেছে। এর মধ্যে দুটি অ্যানিমেশন ফিচার ফিল্ম এবং বাকিগুলি ছোট অ্যানিমেশন।
আবাস আসকারি পরিচালিত ‘লুপেটু’ এবং মোহাম্মদ আলী সাজাদির ‘ব্ল্যাক জেম’ নামে ইরানের অপর দুই ফিচারফিল্ম অ্যানিমেশন ইভেন্টে প্রশংসিত হয়। সূত্র: তেহরান টাইমস