গাজাবাসীর দুর্দশা নিয়ে তেহরানে কবিতা কংগ্রেস
পোস্ট হয়েছে: নভেম্বর ২১, ২০২৩

গাজা ও ফিলিস্তিনের জনগণের দুর্দশা তুলে ধরে একটি কবিতা সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইরানের রাজধানী তেহরানে।ইসরাইলে অপারেশন ‘আল-আকসা ফ্লাড’ এর সূচনাকাল এবং গাজা যুদ্ধের উদ্বেগ পরবর্তী সময়কাল নিয়ে পর্যন্ত ঘটনাপ্রবাহ নিয়ে কবিতাসমগ্র সংগ্রহ এবং সংকলনে জাতীয়ভাবে এই সম্মেলনের আহ্বান জানানো হয়েছে। রোববার তেহরানের আর্ট ব্যুরোতে এক সংবাদ সম্মেলনে উৎসবের সম্পাদক হাদি মালেকপুর এই ঘোষণা দেন।
তিনি বলেন, অনুষ্ঠানটি আয়োজনে বেশ কয়েকটি সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন তাদের সাথে কাজ করছে। কংগ্রেসটি গাজা সংঘাতের একটি মহাকাব্যিক দৃষ্টিভঙ্গি সহ কবিতাসমগ্র তুলে ধরবে বলে জানান মালেকপুর।
উৎসবটিতে এ পর্যন্ত প্রায় ৪শ’টি আবেদন জমা পড়েছে। ১ ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। সূত্র: মেহর নিউজ