গবেষণা ও উন্নয়নে ইরানি নারীদের অবদান ৩৯ শতাংশ
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৫, ২০২১

উচ্চশিক্ষার গবেষণা ও উন্নয়ন প্রকল্পগুলোতে ইরানি নারীদের অংশগ্রহণ বেড়েছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান মন্ত্রী মানসুর গোলামি। তিনি জানান, ২০০০ সালে যেখানে ইরানি নারীদের অংশগ্রহণের হার ছিল ২৭ শতাংশ, ২০১৭ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৯ দশমিক ৬ শতাংশে।
রোববার ইরনার খবরে মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, শিক্ষার সব স্তরে ১৯৭৮ সালে নারীদের অংশগ্রহণ ছিল ৫ দশমিক ৩ শতাংশ। বিগত সাত বছরে এই অংশগ্রহণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫০ ভাগের ওপরে। অংশগ্রহণের হার প্রায় ৬০ শতাংশ বেড়েছে বলে জানান তিনি।
গোলামি আরও জানান, ইরানি নারীরা ছেলেদের তুলনায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শীর্ষ স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। সূত্র: তেহরান টাইমস।