গবেষণায় শীর্ষ ১৫তে ইরান
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২০
ইরানের গবেষণা বিষয়ক স্বাস্থ্য উপমন্ত্রী ফরিদ নাজাফি বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে ইরানের গবেষণা র্যাঙ্ক ৮ থেকে ১৫ এর মধ্যে রয়েছে। বর্তমানে স্বাস্থ্য খাতে দেশটির ১ হাজার ৬৫০টি বিজ্ঞানভিত্তিক কোম্পানি সক্রিয় রয়েছে বলে জানান তিনি।
ইরানে স্বাস্থ্য গবেষণা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব তথ্য জানান। দেশে সর্বমোট সাড়ে পাঁচ হাজার বিজ্ঞানভিত্তিক কোম্পানির কার্যক্রম রয়েছে উল্লেখ করে নাজাফি বলেন, উল্লিখিত এসব কোম্পানির মধ্যে ১ হাজার ৬৫০টি স্বাস্থ্য সমস্যা ক্ষেত্রের সংশ্লিষ্ট।
তিনি আরও জানান, এসব কোম্পানি মোট ৭৫০ মিলিয়ন ডলারের রপ্তানি করেছে। এদের মধ্যে মাত্র ১০৯টি কোম্পানি তাদের পণ্য রপ্তানি করতে সক্ষম হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।