গত ১১ মাসে ইরান থেকে ১৪১ মিলিয়ন টন পণ্য রপ্তানি হয়েছে
পোস্ট হয়েছে: মার্চ ৩, ২০২৫

ইরানের উপ-অর্থমন্ত্রী জানিয়েছেন গত ১১ মাসে ১৪১ মিলিয়ন টন পণ্য রপ্তানি করেছে ইরান।ইরানের উপ-অর্থমন্ত্রী ফুরুদ আসগারি বলেছেন, গত ১১ মাসে ইরানের তেল-বহির্ভূত বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৭৬ মিলিয়ন ১০২ হাজার টন। গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বাণিজ্যের এই পরিমাণ ৯.২ শতাংশ বেশি। ইরানের কাস্টমস বিভাগের বরাত দিয়ে আসগারি আরও বলেন: গত ১১ মাসে ইরান থেকে ১৪১ মিলিয়ন টন পণ্য রপ্তানি করা হয়েছে, ওজনের দিক থেকে যার পরিমাণ ১২.৬ শতাংশ বেশি।পার্সটুডে।