মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

গত বছর ইরানে ৬০ হাজার বই প্রকাশ

পোস্ট হয়েছে: জানুয়ারি ১, ২০২০ 

news-image

গত বছরে ইরানে ৬০ হাজারের অধিক বই প্রকাশিত হয়েছে। সোমবার এই তথ্য জানিয়েছেন দেশটির উপসংস্কৃতি মন্ত্রী মোহসেন জাভাদি। তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগের বছরের তুলনায় গত বছর ইরানে প্রকাশিত বইয়ের সংখ্যা ৫ শতাংশ বেড়েছে।

জাভাদি জানান, সংস্কৃতি মন্ত্রণালয় ৪ লাখ বই ক্রয় করেছে। এর মধ্যে সাড়ে তিন লাখের বেশি বই দেশজুড়ে বিতরণ করা হয়েছে। দেশব্যাপী বই পড়ার প্রসার ঘটাতে মন্ত্রণালয় প্রতি বছরে কিছু মৌসুমী বই মেলারও আয়োজন করে বলে জানান তিনি।

ইরানের উপসংস্কৃতি মন্ত্রী আরও জানান, আগামী ১৪ থেকে ২৪ এপ্রিল ইমাম খোমেইনী মোসাল্লায় ৩৩তম তেহরান আন্তর্জাতিক বই মেলা অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক এই ইভেন্টটিতে তুরস্ককে ‘গেস্ট অব অনার’ দেয়া হবে বলে জানান তিনি।

জাভাদি জানান, সংস্কৃতি মন্ত্রণালয়ের ইরান কালচারাল ফেয়ারস ইনস্টিটিউট, ইরানিয়ান ফিকশন অ্যান্ড পয়েট্রি ফাউন্ডেশন ও খানেহ কেতাব ইনস্টিটিউটকে একত্রিত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, মন্ত্রণালয়ের উদ্দেশ্য পরিসর ছোট করে জাতীয় অর্থনীতিতে প্রধান ভূমিকা রাখতে বেসরকারি খাতের প্রসার ঘটানো। সূত্র: তেহরান টাইমস।