মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

গত বছর ইরানের হাসপাতালে ভর্তি হয় ৭০ হাজার বিদেশি রোগী

পোস্ট হয়েছে: জুলাই ২৩, ২০১৯ 

news-image

গত ফারসি বছরে (মার্চ ২০১৮ থেকে মার্চ ২০১৯) ইরানের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ৭০ হাজার বিদেশি রোগী। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল পর্যটন দপ্তরের প্রধান সাইয়েদ হাশেমজাদেহ এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইরানের ১৬৯টি হাসপাতালের বিদিশ রোগী ভর্তি করার প্রয়োজনীয় অনুমোদন রয়েছে। ফলে এসব হাসপাতাল বিদেশি রোগী ভর্তি করতে পারে।

হাশেমজাদেহ বলেন, ইরানে আসা বিদেশি রোগীদের ৯০ শতাংশই আফগানিস্তান, ইরাক, আযারবাইজান, কুয়েত, ওমান, বাহরাইন ও পারস্য উপসাগরীয় অন্যান্য দেশের নাগরিক। তিনি বলেন, গত বছরে আগের বছরের তুলনায় ইরানে বিদেশি রোগীর সংখ্যা বাড়ে দেড় শতাংশ। আর এবছর আমরা কিছু মেডিকেল মার্কেটিং করেছি।ফলে আশা করছি চলতি বছর রোগীর সংখ্যা দ্বিগুণে পৌঁছবে।

তিনি আরও জানান, চলতি বছরের প্রথম তিন মাসে (২১ মার্চ থেকে ২১ জুন) ইরানের বিভিন্ন হাসপাতালে ১৭ হাজার বিদেশি রোগী ভর্তি হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল পর্যটন দপ্তরের পরিসংখ্যান মতে, গত ইরানি বছরে ইরানের অর্থনীতিতে মেডিকেল পর্যটন ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের অবদান রেখেছে। সূত্র: তেহরান টাইমস।