বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

গত বছর ইরানের তৈলবহির্ভূত রপ্তানি বেড়েছে ১৩.৫ শতাংশ

পোস্ট হয়েছে: মে ৩১, ২০২০ 

news-image

গত ফারসি বছর (২১ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০২০) ইরান ১৩৩ দশমিক ৯ মিলিয়ন টন তেলবহির্ভূত পণ্যসামগ্রী রপ্তানি করেছে। আগের বছরের তুলনায় এই রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ। বুধবার ইরানের মাইন হাউজের প্রধান মোহাম্মাদ রেজা বাহরামান এই তথ্য জানিয়েছেন।

আশা করা হচ্ছে, ইরানের বিরুদ্ধে আমেরিকার চাপিয়ে দেয়া কঠোর নিষেধাজ্ঞা এবং দেশটিতে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি সত্বেও শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি ও রপ্তানি কার্যক্রম প্রক্রিয়া সহজতর করতে পারবে।  

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) পরিসংখ্যান মতে, ইরানের গত বছর ৮৫ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। এর মধ্যে ইরান ৪১ দশমিক ৩ বিলিয়ন ডলারের ১৩৩ মিলিয়ন টন তেলবহির্ভূত পণ্যসামগ্রী রপ্তানি করেছে। যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ বেশি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।