শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

গত বছর ইরানের তেলবহির্ভূত রপ্তানি বেড়েছে ৬ শতাংশ

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০১৯ 

news-image

ইরানের গত বছরে (২১ মার্চ ২০১৮ থেকে ২০ মার্চ ২০১৯) গ্যাস কনডেনসেটস সহ তেলবহির্ভূত পণ্যসামগ্রীর রপ্তানি  ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে। ২০১৩ সালের সাথে তুলনা করে এই প্রবৃদ্ধি পাওয়া গেছে।

ইরানের প্লান অ্যান্ড বাজেট অরগানাইজেশনের (পিবিও) তথ্যমতে, গত বছরে গ্যাস কনডেনসেটসহ ইরানের তেলবহির্ভূত পণ্যসামগ্রী রপ্তানি হয়েছে ৪৪ দশমিক ৩১০ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ২০১৩ সালের তুলনায় বেড়েছে ৫ দশমিক ৯ শতাংশ। আর্থিক খাতে রুহানি সরকারের অগ্রগতির ওপর প্রকাশিত এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন মতে, ২০১৩ সালে গ্যাস কনডেনসেটসহ তেলবহির্ভূত পণ্যসামগ্রী রপ্তানি হয় ৪১ দশমিক ৮৪৭ বিলিয়ন ডলার। পরিসংখ্যানে আরও দেখা যায়, একই সময়ে তেলবহির্ভূত পণ্যের আমদানি কমেছে। ২০১৩ সালে এই পণ্যের আমদানি হয়েছিল ৪১ দশমিক ৮৪৭ বিলিয়ন ডলার, ২০১৮ সালে সেখানে আমদানি কমে দাঁড়ায় ৪২ দশমিক ৬১২ বিলিয়ন ডলার। অর্থাৎ আমদানি কমেছে ১৪ দশমিক ৩ শতাংশ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।