গণিত অলিম্পিয়াডে ছয় মেডেল জয় ইরানি শিক্ষার্থীদের
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২০
সিঙ্গাপুরে এশিয়ান স্কুল ম্যাথ অলিম্পিয়াড ২০২০ (এসএএসএমও২০২০) এ ছয়টি রঙিন পদক জিতেছে ইরানি শিক্ষার্থীরা। তারা এশিয়ার ২০টি দেশের ৩২ হাজার প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ১টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক ঘরে তুলেছে।
আন্তর্জাতিক এই অলিম্পিয়াডে ইরানি শিক্ষার্থী আমির মোহাম্মাদ গানবারি স্বর্ণপদক জিতেছে, রৌপ্যপদক জিতেছে আলি সালেহ ইসমায়েলজাদেহ, আরদেশির জাফেরানচি, আতরিসা মৌসাভিয়ান এবং ব্রোঞ্জপদক জয় করেছে মবিন গারুন ও আনিসা কাভিয়ান।
ম্যাথ অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য বিজয়ী শিক্ষার্থীরা ডিসেম্বরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জুনিয়র ম্যাথ অলিম্পিয়াডে (আইজেএমও) অংশগ্রহণে যোগ্য বলে বিবেচিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।