শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

গণিতে মির্জাখনি অ্যাওয়ার্ড পাচ্ছেন এমআইটি অধ্যাপক

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২০ 

news-image

গণিতের বিস্ময়কর প্রতিভার অধিকারী প্রয়াত ইরানি নারী মরিয়ম মির্জাখনির নামে সদ্য চালু হওয়া অ্যাওয়ার্ড পাচ্ছেন ম্যাসাসুসেটস ইনস্টিটিউট অব টেকনোকলজির (এমআইটি) গণিতের অধ্যাপক ল্যারি গুথ। এই পুরস্কার প্রদান করবে জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমি।

আমেরিকার ম্যাথমেটিক্যাল সোসাইটির ওয়েবসাইটের তথ্যমতে, এমআইটির গণিতের অধ্যাপক ল্যারি গুথকে পুরস্কার হিসেবে ২০ হাজার মার্কিন ডলার দেওয়া হবে। তিনি জ্যামিতি, টপোলজি, বিশ্লেষণ ও সমন্বয়ের মধ্যে বিস্ময়কর, প্রকৃত ও গভীর সংযোগের বিকাশ ঘটাতে সক্ষম হয়েছেন। তার এই আবিষ্কার গণিতের ক্ষেত্রে বিদ্যমান দীর্ঘদিনের বহু সমস্যার সমাধানে ভূমিকা রেখেছে। যার কৃতিত্ব স্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হবে।

গাণিতিক বিজ্ঞানে ব্যাতিক্রমি অবদানের স্বীকৃতিস্বরূপ মধ্যবয়সী কর্মজীবী গণিতবিদদের মূলত মির্জাখনি পুরস্কার প্রদান করা হয়।

আমেরিকার ম্যাথম্যাটিক্যাল সোসাইটি’র শতবার্ষিকীর সম্মানে ১৯৮৭ সালে এই পুরস্কারটি এনএএস অ্যাওয়ার্ড নামে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীকালে ইরানের অসাধারণ মেধাসম্পন্ন গণিতবিদ প্রয়াত নারী মরিয়ম মির্জাখনির (১৯৭৭-২০১৭) নামে এটির নামকরণ করা হয়।

ইতিহাসের প্রথম নারী হিসেবে ২০১৪ সালে গণিতের নোবেল পুরস্কার ফিল্ডস পদক পাওয়া ইরানি গণিতবিদ মরিয়ম মির্জাখানি ২০১৭ সালের জুলাইয়ে মাত্র চল্লিশ বছর বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।