গণমাধ্যম সহযোগিতা বাড়াতে ইরান-ইরাক সমঝোতা সই
পোস্ট হয়েছে: আগস্ট ৭, ২০১৭

গণমাধ্যম পর্যায়ে সহযোগিতা বাড়াতে তিনটি সমঝোতা স্মারক সই করেছে মধ্যপ্রাচ্যের দুই প্রতিবেশী দেশ ইরান ও ইরাক। চলতি সপ্তাহে দুই দেশের গণমাধ্যম প্রতিনিধিদের মাঝে এই সমঝোতাগুলি সই হয়।
সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়, গত সোমবার ইরাকের রাজধানী বাগদাদ সফরে পৌঁছান ইরানের তথ্যপ্রচার বিষয়ক সরকারি হাই কাউন্সিলের সচিব আলিরেজা মোয়েজির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সফরে তারা ইরাকের বিভিন্ন টিভি চ্যানেল পরিদর্শন করেন।
এছাড়াও, তারা ইরাকি গণমাধ্যম ব্যক্তিত্বদের একটি গ্রুপ ও তাদের সিন্ডিকেট প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এর ধারাবাহিকতায় সমঝোতাগুলি সই করেন তারা।
দু’দেশের মধ্যে সই হওয়া সমঝোতায় গণমাধ্যম পণ্য বিনিময়, একে অপরের সক্ষমতা থেকে উপকার লাভ ও প্রতিনিধিত্বশীল একটি কার্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সূত্র্র: ইরনা।