খেলাধুলায় সহযোগিতা বাড়াতে ইরান-কাতার সমঝোতা
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৮, ২০১৭
দ্বিপাক্ষিক ক্রীড়া সহযোগিতা জোরদার এবং সৌদি সরকারের ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবেলায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ইরান ও কাতারের ফুটবল ফেডারেশন।গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) চুক্তিটি সই করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হামাদ বিন খলিফা আল থানি।
সমঝোতা স্মারক অনুযায়ী, ইরানের পুরুষ ও মহিলা জাতীয় ফুটবল টিমের বিভিন্ন বয়স গ্রুপ দোহা ক্যাম্প, বিশেষত অ্যাসপায়ার অ্যাকাডেমির সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবে। সমঝোতায় আরও উল্লেখ করা হয়, ইরানের পছন্দ অনুযায়ী সুপরিচিত টিমসমূহের মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলতে সম্মত হয়েছে ইরান ও কাতারের জাতীয় ফুটবল টিম।
কাতারে ফুটবল খেলার বিকাশ এবং এশিয়া ও বৈশ্বিক প্রতিপক্ষদের সঙ্গে দেশটির সম্পর্ক বৃদ্ধিতে কাতারি ফুটবল অ্যাসোসিয়েশনের যে দীর্ঘ পরিকল্পনা রয়েছে, তারই অংশ হিসেবে এই সহযোগিতা সমঝোতা করেছে উভয় দেশ।
মেহর নিউজ এজেন্সির খবরে বলা হয়, এ অঞ্চলে সৌদি আরবের নীতির বিরুদ্ধে সক্রিয় ইরান ও কাতার। তাই চুক্তি অনুযায়ী, সৌদি আরবের ‘ধ্বংসাত্মক নীতির’ বিরুদ্ধে একতাবদ্ধ হতে পারবে দুদেশে। এছাড়া ফিফা ও এএফসিতে কাতারের প্রভাবকে ব্যবহার করতে পারবে ইরান।