চলতি বছরে খেলাধুলায় ইরানের সাফল্য
পোস্ট হয়েছে: অক্টোবর ২৮, ২০২১
সাইদুল ইসলাম :
খেলাধুলা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এটি মানুষের সুস্থ বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। বর্তমানে বিশ্বের দেশে দেশে পারস্পরিক বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য হয়ে উঠেছে। সেজন্য খেলাধুলার আন্তর্জাতিক ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়।
খেলাধুলা দেহ-মনে স্বাচ্ছন্দ্য ও প্রশান্তি বয়ে আনে। পরিচ্ছন্ন বিনোদন ও খেলাধুলার মধ্য দিয়ে যে শিশু বেড়ে ওঠে তার পক্ষে সফল মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব। আবার অপরিচ্ছন্ন বা কুয়াশাচ্ছন্ন বিনোদনে বেড়ে ওঠা শিশুর জীবন ধ্বংস হতে বাধ্য। এ কারণে বলা হয়, শিশু বয়সে মানুষ যা গ্রহণ করে পরবর্তী জীবনে সে তা লালন করে। তাইতো ইসলামি প্রজাতন্ত্র ইরান জ্ঞানচর্চার পাশাপাশি মানুষের সুস্থ বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে খেলাধুলাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে। সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি জনগণের ব্যাপক আগ্রহের কারণে খেলাধুলায় ইরানের খ্যাতি আজ বিশ্বজোড়া। ফুটবল থেকে শুরু করে খেলাধুলার প্রায় সকল ক্ষেত্রেই অসাধারণ নৈপুণ্য দেখিয়ে চলেছেন ইরানি খেলোয়াড়রা।
এরই মধ্যে এশিয়ান পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২১ এর শিরোপা জয় করেছে ইরানের জাতীয় পুরুষ ভলিবল দল। গত ১৯ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচে স্বাগতিক জাপানকে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইরানি স্কোয়াড। ইরান প্রতিপক্ষকে ২৭-২৫, ২৫-২২, ৩১-২৯ পয়েন্টের ব্যবধানে টানা তিন সেটে পরাজিত করে।
২১তম এশিয়ান সিনিয়র পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপ ১২ থেকে ১৯ সেপ্টেম্বর জাপানের চিবাতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে ইরানি কোচ বেহরুজ আতায়েই এশিয়ার সেরা কোচ হিসেবে পরিচিতি লাভ করেন। অন্যদিকে ইরানি খেলোয়াড় সাবের কাজেমি সর্বাপেক্ষা মূল্যবান খেলোয়াড়ের উপাধি লাভ করেন।
এশিয়ান চ্যাম্পিয়নশিপে এ নিয়ে ইরান চারবার শিরোপা জিতল। অন্যদিকে স্বাগতিক জাপান এপর্যন্ত নয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল লড়াইয়ের মধ্য দিয়ে ইরান ও জাপান উভয়েই ২০২২ এফআইভিবি ভলিবল পুরুষ বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট লাভ করে।
এদিকে, এশিয়ান পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২১ এর শিরোপা জয়ের মধ্য দিয়ে এফআইভিবি বিশ্ব র্যাংঙ্কিংয়ে এশিয়ার সেরা ভলিবল দলের স্থান দখল করেছে ইরান। বিশ্বে ইরানের জাতীয় ভলিবল দলের স্থান দশম। এই তালিকায় জাপানের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে ইরানিরা। এফআইভিবি বিশ্ব র্যাংঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। এরপর রয়েছে যথাক্রমে পোল্যান্ড, রাশিয়া, ফ্রান্স ও ইতালি।
‘গ্রেটেস্ট শো অন দি আর্থ’ খ্যাত অলিম্পিকের সর্বশেষ আসরেও ইরানের সাফল্য চোখে পড়ার মতো। জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয় অলিম্পিকের ৩২তম আসর। এতে তিনটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট সাতটি পদক জয় করেন ইরানের অ্যাথলেটরা। এর আগে অলিম্পিকের রিও আসরে ইরানি প্রতিনিধি দল তিনটি স্বর্ণ, একটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জপদক জিতেছিল।
এবারের অলিম্পিকে ইরানের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করেন শুটার জাভাদ ফোরুকি। তিনি পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে শীর্ষ স্থান লাভ করেন। ইরানি এই অ্যাথলেট ২৪৪ দশমিক ৮ পয়েন্টে সংগ্রহ করে অলিম্পিকে রেকর্ড করেন। রৌপ্যপদক জয়ী সারবিয়ার দামির মিকেককে ৬ দশমিক ৯ পয়েন্ট ব্যবধানে পেছনে ফেলেন। অলিম্পিক শুটিংয়ের ইতিহাসে এটি ইরানের প্রথম স্বর্ণপদক।
ইরানের গ্রেকো-রোমান কুস্তিগির মোহাম্মাদ রেজা গেরায়েই ইরানের জন্য দ্বিতীয় স্বর্ণপদক জয় করেন। তিনি ইউক্রেনের পারভিজ নাসিবভকে পুরুষদের গ্রেকো-রোমান ৬৭ কেজির ফাইনাল বাউটে ৯-১ পয়েন্টে হারিয়ে শীর্ষ স্থান লাভ করেন।
ইরানের জন্য তৃতীয় স্বর্ণপদক লাভ করেন সাজাদ গানজাদেহ। তিনি পুরুষদের কারাতে কুমিতে ৭৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জয় করেন। ফাইনাল ম্যাচে তিনি সৌদি আরবের তারেহ হামেদিকে পরাজিত করেন। এবারের টোকিও অলিম্পিকের ১৭টি স্পোর্টসে ৬৬জন অ্যাথলেটকে পাঠায় ইরান।
প্যারালিম্পিকে ইরানের ২৪টি মেডেল
টোকিও প্যারালিম্পিক গেমসে মোট ২৪টি মেডেল জেতেন ইরানি অ্যাথলেটরা। পদক তালিকায় ইরানের স্থান ১২তম । গত ৪ সেপ্টেম্বর প্রতিযোগিতার ১১তম দিনে ২০২০ প্যারালিম্পিকের ফাইনালে রুশ দলকে পরাজিত করে ইরানের জাতীয় সিটিং ভলিবল দল। এদিন স্বর্ণপদক জয় করেন প্যারাতাইকোয়ান্দো আসগার আজিজি আকদাম। অন্যদিকে শট পুট প্রতিযোগিতায় রৌপ্যপদক জেতেন সাজ্জাদ মোহাম্মাদিয়ান। এছাড়াও ইরানের সাদেক বেইত চাকতি নিক্ষেপে রুপার মেডেল লাভ করেন।
এবারের প্যারালিম্পিক গেমসে বিস্ময়কর সাফল্য দেখিয়েছেন ইরানের নারী অ্যাথলেটরা। বিশ্বের মর্যাদাপূর্ণ এই ক্রীড়া ইভেন্টের এবারের আসরে দেশটির নারীরা তিনটি ডিসিপ্লিনে অংশ নিয়ে তিনটি সোনার মেডেল ঘরে তোলেন। এর মধ্য দিয়ে প্যারালিম্পিকের ইতিহাস বইয়ে নাম তোলেন নিজেদের।
৪ সেপ্টেম্বরে প্রতিযোগিতা শেষে টোকিও প্যারালিম্পিকে ইরান ১২টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ মেডেলসহ মোট ২৪টি মেডেল জিতে ১২তম স্থান লাভ করে। মেডেল জয়ের জন্য প্যারা অ্যাথলেটদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয়।
জুনিয়র কুস্তি বিশ্বকাপে ইরানের শিরোপা জয়
জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইরানের ফ্রিস্টাইল কুস্তি দল। ১৮ আগস্ট আন্তর্জাতিক ইভেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হয়। রাশিয়ার উফায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ইরানি কুস্তিগিররা ৫টি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জপদকসহ মোট সাতটি পদক জয় করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ইরানি যুব অ্যাথলেটরা এই জয়ের জন্য ছয় বছর ধরে অপেক্ষা করছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটে শিরোপা ঘরে তোলার মধ্য দিয়ে। ২০১৫ সালের পর এই প্রথম ইরান জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল।
ফ্রিস্টাইল কুস্তির শীর্ষ অবস্থান দখল করতে ইরান মোট ১৭৮ পয়েন্ট সংগ্রহ করে। ইরানের পাঁচ স্বর্ণজয়ী কুস্তিগির হল রহমান আমুজাদ খলিলি (৬১ কেজি), ইরফান এলাহি (৭০ কেজি), মোহাম্মাদ নোখোদি (৭৯ কেজি), আমির হোসেইন ফিরুজপুর (৮৬ কেজি) ও আলি আকবারপুর (১২৫ কেজি)।
অন্যদিকে, মাহদি হাজিলুইয়েন ৯২ কেজিতে রৌপ্য ও আলিরেজা আবদুল্লাহি ৯৭ কেজিতে ব্রোঞ্জ পদক জেতে।
এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ইরানের শিরোপা জয়
২০২১ এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইরান গ্রেকো-রোমান কুস্তি দল। গত ১৪ এপ্রিল কাজাখস্তানের আলমাতিতে দলটি শিরোপা নিশ্চিত করে। গত বছর ৭৭ কেজি ওজন-শ্রেণিতে রৌপ্যজয়ী পেজমান পোশতাম কোনো লড়াই ছাড়াই এবার স্বর্ণপদক লাভ করেছেন। তাজিকিস্তানের প্রতিপক্ষ দলের রিজা জাদে ইঞ্জুরির কারণে প্রতিযোগিতায় অংশ না নেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনা ঘরে তোলেন।
আন্তর্জাতিক কুস্তি অঙ্গনে ইরানের নতুন মুখ নাসের আলিজাদেহ জয় দিয়ে পরিচিত হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। তিনি ৮৭ কেজিতে কাজাখস্তানের আতাবেক আজিসবেকোভকে ৩-১ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জয় করেন। ৯৭ কেজিতে মাহদি বালি দক্ষিণ কোরিয়ার সিউংজিউন কিমকে হারিয়ে সোনা জয় করেন।
জুনিয়র ওয়ার্ল্ডে রানার-আপ ইরানের জিআর টিম
ইরানের গ্রেকো-রোমান টিম রাশিয়ার উফায় জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রানার-আপ হয়েছে। ১৩০ পয়েন্ট পেয়ে ইরানের এ দলটি একটি স্বর্ণপদক, একটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জপদক পায়। স্বাগতিক দেশ রাশিয়া ১৮৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও ১০১ পয়েন্ট পেয়ে আজারবাইজান তৃতীয় স্থান অধিকার করে। ৫৫ কেজি ফাইনাল বাউটে উজবেকিস্তানের আলিমার্দন আবদুলায়েফকে হারিয়ে ৩-১ সেটে আমিররেজা দেহবোজর্গি স্বর্ণপদক জেতে। রাশিয়ার দিনিসলাম বামাতোফের কাছে ৬০ কেজি ফাইনাল বাউটে ৭-৩ সেটে হেরে যায় সাইদ এসমায়েলি। রোমানিয়ার মানুয়েল স্টোইকাকে ৬৩ কেজিতে ৯-০ সেটে পরাস্ত করে ইমান মোহাম্মাদি। মিসরের এমাদ আবোলাট্টাকে পরাস্ত করে মোহাম্মাদহোসেইন আজারমদখত।
তুর্কি টুর্নামেন্টে ইরানের ফ্রিস্টাইল কুস্তিগিরদের ৯টি মেডেল জয়
তুরস্কের ইয়াসার দোগু কাপে ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক জিতেছে ইরানের পুরুষ ফ্রিস্টাইল কুস্তি দল। গত ২৭ জুন তুরস্কের ইস্তাম্বুলে ইয়াসার দোগু কাপ রেসলিং টুর্নামেন্টের পর্দা নামে। প্রতিযোগিতা শেষে ইরানি ফ্রিস্টাইল কুস্তি দল মোট ৯টি মেডেল ঘরে তুলতে সক্ষম হয়।
মর্যাদাপূর্ণ এই তুর্কি টুর্নামেন্টে ইরানের ১৩জন খেলোয়াড় দেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন।
আলি গোলিজাদেগান ৫৭ কেজি ওজন-শ্রেণিতে, রহমান আমুজাদ ৬১ কেজি, মোহাম্মাদ নোখোদি ৭৯ কেজি, আমির হোসেইন ফিরুজপুর ৮৬ কেজি, আব্বাস ফোরুতান ১২৫ কেজিতে স্বর্ণপদক জয় করেন। অন্যদিকে হামিদরেজা জাররিন পেইকার ৭৯ কেজিতে রুপার মেডেল জিতেন, হাসান ইবাদি ও কিয়ান মাহমুদজানলু ৬৫ কেজিতে ব্রোঞ্জপদক ও ইরফান ইলাহি ৭০ কেজিতে ব্রোঞ্জ মেডেল জিতেন।
এশিয়ান অনূর্ধ্ব-১৯ বিচ ভলিবল চ্যাম্পিয়ন ইরান
এশিয়ান অনূর্ধ্ব-১৯ বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের মুকুট জয় করেছে ইরান। চ্যাম্পিয়নশিপের এবারের তৃতীয় পর্বে থাইল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইরানি অ্যাথলেটরা। ইরানের আবুলহাসান খাকিজাদে ও আলি গোরবানপাসান্দি থাইল্যান্ডের নেতিতোর্ন মুনিকুল ও ওয়াচিরাবিত মুয়াদফাকে ২-০ (২১-১৮, ২১-১৫) সেটে পরাজিত করে।
অন্যদিকে থাইল্যান্ড বি দলকে ২-০ সেটে হারিয়ে ব্রোঞ্জপদক লাভ করে কাজাখস্তান। ইরান কাজাখস্তান বি দলের বিরুদ্ধ ২-০ সেটে জয় দিয়ে এশিয়ান অনূর্ধ্ব-১৯ বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু করে এবং দ্বিতীয় দিনে বাহরাইনকেও ২-০ সেটে পরাজিত করে।
ইরানি দল কোয়ার্টারে থাইল্যান্ড সি দলকে ২-০ সেটে হারায় এবং সেমিতে থাইল্যান্ড বি দলের বিরুদ্ধে ২-০ সেটে জয় পায়। থাইল্যান্ডের নাখোন পাথোমে ৩ থেকে ৭ জুলাই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এশিয়ান প্যারা তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ইরানের শিরোপা জয়
এশিয়ান প্যারা তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপের নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইরানের জাতীয় প্যারা তাইকোয়ান্দো দল। গত ১৫ জুন লেবাননের বৈরুতে প্রতিযোগিতা শেষে ইরানি দল মোট ৪টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ মেডেল জয় করে। এবার নিয়ে ষষ্ঠ বছরের মতো এশিয়ান প্যারা তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করল ইরান।
ইরানের মাহদী পৌরহেনামা, আসগর আজিজি, সাইদ সাদেঘিয়ানপুর এবং মাহতাব নববী স্বর্ণপদক লাভ করেন, হামেদ হাঘশেনাস রৌপ্য এবং মাহদি বাহরামি আজার ও রায়েহে শাহাব ব্রোঞ্জপদক জিতেন।
এশিয়ান ভারোত্তোলনে ইরানের মোতামেদির সোনা জয়
উজবেকিস্তানের তাশখন্দে ২০২১ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাসুল মোতামেদি। ২৪ এপ্রিল ১০২ কেজি ওজন-শ্রেণিতে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক বাছাই পর্বের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইভেন্টে ইরানের রাসুল মোতামেদি ও রেজা দেহদার তাঁদের প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে প্রথম স্থান অধিকার করেন। স্ন্যাচে রেজা প্রথম প্রচেষ্টায় ১৬৬ কেজি ওজন তোলেন এবং দ্বিতীয় প্রচেষ্টায় তোলেন ১৭২ কেজি। তৃতীয়বার ১৭৫ কেজি ওজন তুলে স্বর্ণপদক জয় করেন। মোতামেদি স্ন্যাচে একটি ব্রোঞ্জপদক ও ক্লিন অ্যান্ড জার্কে দুটি স্বর্ণপদক জিতেন।
ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন (আইএসএসএফ) বিশ্বকাপে চতুর্থ ইরান
আইএসএসএফ বিশ্বকাপে চতুর্থতম স্থান লাভ করেছে ইরান। ২১ মার্চ প্রতিযোগিতার তৃতীয় দিনে পুরুষ দলের এয়ার রাইফেল ইভেন্টে ইরানি টিম এই সাফল্য অর্জন করে।
ব্রোঞ্জ মেডেল ম্যাচে অংশ নেন দক্ষিণ কোরিয়ার (৬২১.২) তাইয়েউন নাম, বাইউংগিল চু ও জা সেং চুং এবং ইরানের পুরিয়া নরোজিয়ান, হোসেইন বাঘেরি ও আমির মোহাম্মদ নেকৌনাম।
কোরিয়া, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরান, ইউক্রেন, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি, থাইল্যান্ড এবং তুরস্কসহ ৫৩টি দেশের মোট ২৯৪ জন শুটার টুর্নামেন্টে অংশ নেন।
রুশ লিগে বর্ষসেরা খেলোয়াড় ইরানের আজমুন
ইরানি স্ট্রাইকার সরদার আজমুন রুশ প্রিমিয়ার লিগে (আরপিএল) ২০২০-২০২১ সেশনের জন্য বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এফসি জেনিতের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন মতে, আরপিএল এর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে ভোট দেন আরপিএল ব্যবস্থাপকরা, রুশ দলের প্রধান কোচ স্টেনিসলাভ চেরচেসোভ এবং আরপিএল টিম ক্যাপ্টেনরা।
ইরানি স্ট্রাইকার আজমুন ভোটে ৭৬ পয়েন্ট পেয়ে বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দ্বিতীয় সর্বাধিক ৬১ পয়েন্ট পান আরতেম দিজিউবা এবং তৃতীয় সর্বাধিক ৫১ পয়েন্ট পান সাবেক জেনিত খেলোয়াড় নোবোয়া। ২০২০-২১ সেশনে আজমুন মোট ১৯টি গোল করেন।
খেলাধুলার আরও অনেক ক্ষেত্রেই ইসলামি প্রজাতন্ত্র ইরান সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে যা এই সীমিত পরিসরে তুলে ধরা সম্ভব নয়। তবে একথা বলা যায়, খেলাধুলায় ইরানের সফলতার এই ধারা অব্যাহত থাকলে দেশটি একদিন ক্রীড়াক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে নিজের অবস্থান করে নিতে সক্ষম হবে তাতে কোনও সন্দেহ নেই।