শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

খেজুর রপ্তানি করে ইরান ৪ মাসে আয় করেছে ৫ কোটি ৩০ লাখ ডলার

পোস্ট হয়েছে: আগস্ট ১৬, ২০২০ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান গত চার মাসে নানা রকম খেজুর রপ্তানি করে অন্তত পাঁচ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে।

ইরানের শুল্ক বিভাগের মুখপাত্র রুহানি লাতিফি গতকাল (বুধবার) জানান, গত চার মাসে ৫২টি দেশে খেজুর রপ্তানি করা হয়েছে যার পরমাণ ছিল ৬১ হাজার মেট্রিক টন। তিনি বলেন, ইরানের প্রিমিয়াম কোয়ালিটির খেজুর দিন দিন স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে জনপ্রিয় হয়ে উঠছে।

লাতিফি বলেন, গুণগত মানের দিক থেকে ইরানের খেজুর সারা বিশ্বে অনন্য। তিনি জানান, মাজাফাতি জাতের খেজুর ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চাষ করা হয় এবং এই খেজুরের কারণেই ইরান গত চার মাসে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হয়েছে।

রুহানি লাতিফি আরো জানান, একসময় যে ইরাক বিশ্বের অন্যতম প্রধান খেজুর উৎপাদনকারী দেশ ছিল সেই দেশটি ইরান থেকে সবচেয়ে বেশি খেজুর আমদানি করেছে। এরপরই পাকিস্তান কিনেছে ৭৭ লাখ ডলারের খেজুর ও কাজাখস্তান কিনেছে ৫৯ লাখ ২০ হাজার ডলারের খেজুর।

মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার কারণে ইরান যখন আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে নানা সমস্যার মুখে পড়ছে তখন তেহরান অন্যান্য পণ্য রপ্তানি করে অর্থনীতির গতি ঠিক রাখার চেষ্টা করছে।পার্সটুডে।