রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

খুলনায় হযরত ইমাম খোমেইনী (রহ.) এর ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

পোস্ট হয়েছে: জুন ৪, ২০২০ 

news-image
ইসলামী বিপ্লবের রূপকার হযরত ইমাম খোমেইনী (রহ.) এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনায় ৩ জুন বুধবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শিক্ষাকেন্দ্রের আল-কাউছার মিলনায়তনে আহলে বাইত ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষক হুজ্জাতুল ইসলাম মাওঃ শহীদুল হক । দোয়া-এ-ইমামে জামানা (আ.ফা.) শেষে মূল আলোচনা শুরু হয়। সূচনা বক্তব্য উপস্থাপন করেন পাক্ষিক ফজর প্রকাশক ও আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক মোঃ ইকবাল। জনাব ইকবাল তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ইসলামী বিপ্লবের এ মহান রূপকার ও স্থপতি হযরত ইমাম খোমেইনীর বিশাল ব্যক্তিত্ব নিয়ে কিছু বলা দুঃসাহস ছাড়া আর কিছু নয়। ইমাম খোমেইনী একটি চেতনার নাম, সংগ্রামের নাম, সাহসের নাম, শক্তির নাম এবং আলোর দিশারীর নাম। আর এগুলোকে আমাদের ধারণ করতে হবে তবেই তাঁর প্রচেষ্টা পূর্ণাঙ্গ সফলতায় পর্যবসিত হবে।
ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষক হুজ্জাতুল ইসলাম মাওলানা আব্দুল লতিফ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, হযরত ইমাম খোমেইনী (রহ.) সারাজীবন মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়ে গেছেন। তাঁর মতো অসীম সাহসী নেতা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি বলেন, হাজার হাজার বছরের রাজতন্ত্রকে উৎখাত করে ইমাম খোমেইনী (রহ.) যেভাবে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠিত করে গেছেন তা ছিল পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা।

অনুষ্ঠানের প্রধান আলোচক খুলনা ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী হযরত ইমাম খোমেইনী (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামী বিপ্লবকে একটি মোজিজা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইমাম খোমেইনী (রহ.) বিপ্লব প্রতিষ্ঠায় পবিত্র নাজাফে বেলায়েতে ফকীহর ধারণা সম্পর্কে প্রচার শুরু করেন। তখন অনেকেই এর বিরোধিতা করেছিলেন। কিন্তু তিনি দমে না গিয়ে বরং যুগের ইমামের (আ.ফা.) আগমনের পথকে সুগম করার প্রচেষ্টা অব্যাহত রাখেন এবং তিনি এ চেতনা লাভ করেছিলেন কারবালায় ইমাম হোসাইন (আ.) এর পবিত্র শাহাদাত থেকে। ইমাম খোমেইনী (রহ.) তাঁর জীবনের সর্বক্ষণ মুজলুমের পাশে অবস্থান নিয়েছিলেন। এখানে তিনি মাযহাবগত পার্থক্য বিচার করেননি। তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লব সত্যিকার অর্থে আমাদের যুগের ইমামের (আ.ফা.) আগমনের পথকে প্রশস্ত করেছে এবং সেদিন বেশি দূরে নয় যে, ইমাম খোমেইনী (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামী বিপ্লবের পতাকা বর্তমান রাহবার আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী ইমাম-এ-জামানা (আ.ফা.) এঁর পবিত্র হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ।