শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

খুজেস্তানে ৯৪টি পর্যটন প্রকল্পের কাজ চলছে

পোস্ট হয়েছে: অক্টোবর ১৭, ২০২২ 

news-image

ইরানের দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশজুড়ে বর্তমানে মোট ৯৪টি পর্যটন-সম্পর্কিত প্রকল্প চলমান রয়েছে। প্রাদেশিক পর্যটন প্রধান মোহাম্মদ হোসেন আরাস্তুজাদেহ এই তথ্য জানিয়েছেন।বুধবার তিনি জানান, ৪১ ট্রিলিয়ন রিয়ালের (১৩৭ মিলিয়ন ডলার) বাজেট প্রকল্পগুলিতে বরাদ্দ করা হয়েছে। প্রকল্পগুলির কাজ শেষ হলে ৪২০ জনের বেশি মানুষের কাজের সুযোগ তৈরি হবে বলে অনুমান করা হচ্ছে। নির্মাণাধীন প্রকল্পের মধ্যে রয়েছে হোটেল ইকো-লজ ইউনিট, ট্যুরিস্ট কমপ্লেক্স, এবং ট্যুরিস্ট ক্যাম্প।খুজেস্তানে ইউনেস্কো স্বীকৃত তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী নিদর্শন সুসা, ছোঘা জানবিল এবং শুশতার ঐতিহাসিক হাইড্রোলিক সিস্টেম রয়েছে। প্রদেশটি হস্তশিল্প ও শিল্পকলার জন্যও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সূত্র: তেহরান টাইমস।