মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

খাদ্য নিরাপত্তায় অঞ্চলে শীর্ষে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ১৮, ২০২২ 

news-image

খাদ্য নিরাপত্তাসহ সবগুলো স্বাস্থ্য সূচকে ইরান অঞ্চলের শীর্ষস্থানীয় দেশ বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনুল্লাহি। ইরান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সে বিশ্ব খাদ্য দিবসের সম্মেলনে তিনি এই তথ্য জানান।আইনুল্লাহি বলেন, গত সপ্তাহে আমরা কায়রোতে পূর্ব ভূমধ্যসাগরের আঞ্চলিক কমিটির ৬৯তম অধিবেশনে যোগ দিয়েছিলাম। সেখানে ২২টি দেশের ২২ জন স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। অধিবেশনে আলোচনা ও মত বিনিময় করা হয়। সৌভাগ্যবশত অন্যান্য দেশের তুলনায় ইরান দীর্ঘকাল ধরে সবগুলো স্বাস্থ্য সূচকে এগিয়ে আছে। সূত্র: তেহরান টাইমস।