শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

খাঁটি ইসলামের সঙ্গে কুফরি শক্তির অসম লড়াই চলছে : ইরানের সর্বোচ্চ নেতা

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৩, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, খাঁটি ইসলামের ঝাণ্ডার সঙ্গে কুফরি ও সাম্রাজ্যবাদীদের যে অসম লড়াই চলছে, তাতে আমাদের সবারই কিছু দায়িত্ব রয়েছে। ইউরোপের ইসলামি ছাত্র সংস্থাগুলোর জোটের ৫১তম বৈঠকে পাঠানো এক বার্তায় তিনি এসব কথা বলেন।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি তাঁর বার্তায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেছেন, ” আমরা আপনাদের কাছে জ্ঞান-বিজ্ঞান, ধর্ম ও নৈতিক ক্ষেত্রে আত্মগঠনের চেয়েও আরও বেশি কিছু প্রত্যাশা করি। আর তাহলো নিজেদের আশেপাশে প্রভাব রাখুন ও নিজেদের কথা ও কাজের মাধ্যমে আল্লাহর পথযাত্রীদের সংখ্যা বাড়িয়ে তুলুন।”

সর্বোচ্চ নেতা বলেন, ছাত্র-ছাত্রী তথা তরুণরা হচ্ছে এমন এক বিশাল চালিকা শক্তির মতো যা মানুষকে মহিমান্বিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে। সূত্র: পার্সটুডে