খনি খাতের উন্নয়নে ইরান-রাশিয়া সমঝোতা
পোস্ট হয়েছে: আগস্ট ১৯, ২০২০

প্রকৌশল ও খনি খাতের উন্নয়ন ও সহযোগিতা সম্প্রসারণে ইরানিয়ান মাইনিং ইঞ্জিনিয়ারিং অরগানাইজেশন ও রাশিয়ার এক্সপোর্ট প্রোমোশন সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে ইরানিয়ান মাইনিং ইঞ্জিনিয়ারিং অরগানাইজেশনের প্রধান তাকি নাবায়েই ও রাশিয়ার এক্সপোর্ট সেন্টারের প্রধান পাভেল বুখানোভের মধ্যে চুক্তিটি সম্পন্ন হয়।
পরিসংখ্যান মতে, গত ইরানি বছর (২১ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০২০) ইরানে রাশিয়ার পণ্য রপ্তানি আগের বছরের তুলনায় ৩২ শতাংশ বেড়েছে।
রুশ কাস্টমসের তথ্যমতে, ২০১৮ সালে ইরান ও রাশিয়ার মধ্যে ১ দশমিক ৭৪০ বিলিয়ন ডলারের পণ্য বিনিময় হয়। এরমধ্যে ইরানে রাশিয়া ১ দশমিক ২০৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। ওই বছর রাশিয়া ইরান থেকে আমদানি করেছে ৫৩৩ মিলিয়ন ডলারের পণ্যসামগ্রী। সূত্র: মেহর নিউজ এজেন্সি।