ক্ষমতায় এলে বেকারত্ব আরো হ্রাস করবেন ইরানের প্রেসিডেন্ট প্রার্থী রাইসি
পোস্ট হয়েছে: মে ৩, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/05/4bmw0d67bc29c6psnc_800C450.jpg)
ইরানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ইব্রাহিম রাইসি উন্নয়ন নিয়ে তার পরিকল্পণার রূপরেখা প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের দারিদ্রতা এবং বেকার সমস্যা নিরসন করা তার কর্মসূচিতে প্রাধান্য পাবে বলে জানিয়েছেন রাইসি। সেই সঙ্গে এসব সমস্যা দুর্নীতি এবং সামাজিক অবক্ষয় সৃষ্টির মূল কারণ বলেও মন্তব্য করেন তিনি।
গত বুধবার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের টকশোতে ৫৬ বছর বয়সি ইব্রাহিম রাইসি বলেন, দেশের দরিদ্র মানুষের স্বার্থে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো অত্যন্ত জরুরী হয়েছে পড়েছে।
দেশের কিশোর-কিশোরী এবং বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের মধ্যে উচ্চ বেকার সমস্যার প্রতি ইঙ্গিত করে রাইসি বলেন, সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে ১২ ভাগ মানুষ বেকার। রাইসি বলেন, পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পণায় এই বেকারের হার ৮ ভাগে নিয়ে আসতে হবে। আর এ লক্ষ্যে পৌঁছানোর জন্য লাখ লাখ চাকুরী সৃষ্টি করতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, আমরা বিশ্বাস করি এ উন্নয়ন পরিকল্পণা অবশ্যই বাস্তবায়ন করা হবে এবং আমাদের কর্মসূচীর ভিত্তিতে এ লক্ষ্য বাস্তবায়ন করা অবশ্যই সম্ভব।সূত্র:পার্সটুডে।