শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ক্রাইম চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সভাপতিত্ব করবেন কারিমি

পোস্ট হয়েছে: নভেম্বর ৪, ২০২১ 

news-image

তুরস্কে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সভাপতিত্ব করবেন প্রখ্যাত ইরানি অভিনেত্রী ও পরিচালক নিকি কারিমি।ইরানি এই নারী চলচ্চিত্রকার একাধারে অভিনেত্রী, প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট চলচ্চিত্র উৎসবের গোল্ডেন স্কেল ফিচার চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা বিভাগে জুরি প্যানেলের সভাপতিত্ব করবেন।ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট চলচ্চিত্র উৎসব ইস্তান্বুলে ২৬ নভেম্বর শুরু হয়ে চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। ন্যায়বিচার-ভিত্তিক এই চলচ্চিত্র উৎসবটি ২০১১ সাল থেকে ইস্তান্বুলে অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।