ক্যামেরায় ধরা পড়ল তিন পারস্য চিতা
পোস্ট হয়েছে: নভেম্বর ৬, ২০১৮

ক্যামেরায় ধরা পড়েছে বিপন্ন প্রজাতির তিন পারস্য চিতা। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আইজেহ কাউন্টির নিকটে চিতাগুলোর চলাচল শনাক্ত করা হয়েছে। বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি এই খবর দিয়েছে।
ইরানের পরিবেশ অধিদপ্তরের খুজেস্তান কার্যালয়ের প্রধান আহমাদরেজা লাহিজানজাদেহ বলেন, শিকারমুক্ত পর্বত এলাকা আইজেহে বিরল প্রজাতির চিতাগুলোর অবস্থান শনাক্ত হয়েছে। অঞ্চলটিতে এই প্রাণির সংখ্যা ক্রমেই বাড়ছে বলে আশা করা হচ্ছে।
এই কর্মকর্তা আরও জানান, পারস্য চিতার মূল আবাসভূমি মধ্য জাগরোস পর্বত। এটি জাগরোস পর্বতমালারই একটি অংশ। যা ইরান, ইরাক ও দক্ষিণ পূর্ব তুরস্ক জুড়ে ছড়িয়ে রয়েছে।
উল্লেখ্য, পারস্য চিতা বিশ্বে সবচেয়ে বিপন্ন প্রজাতির প্রাণী। বিশালাকার বিড়ালটি প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক ইউনিয়নের লাল তালিকায় ‘বিপন্ন’ প্রজাতি হিসেবে স্থান পেয়েছে। ইরান এই প্রাণিটির অন্যতম প্রধান আবাসস্থল। মেহের নিউজ।