ক্যান্সার নির্ণয়ে আমেরিকার একচেটিয়া আধিপত্য ভাঙলো ইরান
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৫, ২০২০
লিম্ফোমা ক্যান্সার নির্ণয়ে রেডিওফার্মাসিউটিক্যাল ওষুধ উৎপাদনের প্রযুক্তি অর্জন করলো ইরানের গবেষকরা। ওষুধটি আগে কেবল আমেরিকা উৎপাদন করতো। ইরান এখন রেডিওফার্মাসিউটিক্যাল ওষুধটির দ্বিতীয় উৎপাদক দেশ। ফলে লিম্ফোমা নির্ণয়ের ওষুধ উৎপাদনে আমেরিকার একচেটিয়া আধিপত্য ভাঙতে সক্ষম হলো ইরান। মঙ্গলবার ইরানি বার্তা সংস্থা আইএসএনএ এই খবর দিয়েছে।
উল্লেখ্য, লিম্ফোমা হচ্ছে রক্তের বিশেষ এক প্রকারের ক্যান্সার যা মূলত লিম্ফনোড বা লসিকা গ্রন্থিগুলোকে আক্রান্ত করে।
প্রকল্পটি সংশ্লিষ্ট একজন গবেষক আইএসএনএ কে বলেন, ‘‘আমরা টিসি-রিটুক্সিম্যাব উৎপাদনে সফল হয়েছি। যেটি বিভিন্ন ধরনের লিম্ফোমা ক্যান্সার নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়।’’
প্রতিবেদনে বলা হয়, রেডিওফার্মাসিউটিক্যালটি প্রাক-ক্লিনিকাল মান নিয়ন্ত্রণ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে শিরাজের নামাজি হাসপাতালে নন-হজকিন লিম্ফোমা (এনএইচএল) রোগীদের ওপর এর ক্লিনিক্যাল পরীক্ষা চলছে। সূত্র: তেহরান টাইমস।