ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য তহবিল সংগ্রহে পেইন্টিং প্রদর্শনী
পোস্ট হয়েছে: জানুয়ারি ২১, ২০২১

তেহরানে ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য তহবিল সংগ্রহে একটি পেইন্টিং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনলাইনে এই দাতব্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে ৬৪ শিশুর আঁকা চিত্র দেখানো হবে।
‘আই উইন’ শীর্ষক প্রদর্শনীটি তেহরান-ভিত্তিক ক্যান্সার আক্রান্ত শিশুদের বড় মেডিকেল সেন্টার মাহাক চ্যারিটি সোসাইটির ওয়েবসাইটে শুক্রবার থেকে শুরু হবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ইভেন্টের আয়োজক তারা বেহবাহানি।
এবার নিয়ে ১৪তম বছরের মতো ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য তহবিল সংগ্রহে এই প্রদর্শনী আয়োজন করা হচ্ছে। প্রদর্শনী চলবে সপ্তাহব্যাপী। সূত্র: তেহরান টাইমস।